স্রোত
মাথায় পাথর চাপিয়ে দিয়ে সময় চলে যাচ্ছে শ্মশানের দিকে
সাপের শরীরের মতো আঁকাবাঁকা পথে
খোলস ছাড়ানো ল্যাপ্টানো বিষাদ
ধুলোবালির গন্ধে, বাতাস গমগম
স্বপ্নচূড়ার থেকে উথলে ওঠা ফ্যানা
রোদপোড়া, রক্তস্নানে নেমেছে এবার
সভ্যতার উল্টোপিঠে আমাদের কী তবে
আদি জন্মে ফিরে যেতে হবে?
নাকি এমনই অন্ত হবে, অনন্তের ঠিকানা খুঁজে পাব না
পঞ্চ ভূতে নয়, পঞ্চ সূতায় জড়িয়ে থাক এই অন্তক্ষরা জীবন
জিভের আদরে খুঁজে নেবো স্বাদ, চিমটে লবণl