Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা জয়ের পর নিউজিল্যান্ডে লকডাউন শিথিল

গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা এক অঙ্কের ঘরে নেমে আসায় করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার। এবার দেশটিতে জারি করা লকডাউনও শিথিল করা হয়েছে।

 

মঙ্গলবার থেকেই নিউজিল্যান্ডে লকডাউন স্তর চার থেকে তিনে নামিয়ে আনা হয়েছে। এর মানে হচ্ছে নিউজিল্যান্ডে সকল প্রকার ব্যবসা বাণিজ্য , হাসপাতাল, স্কুল আবারো খুলতে পারবে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লকডাউন শিথিলের পর নিউজিল্যান্ডে প্রায় ৪ লাখ মানুষ কাজে ফিরেছেন। এছাড়া কিছু স্কুলও দেশটিতে আবার খুলেছে। এছাড়া খাবারের জন্য মানুষ বাইরে যেতে পারছেন।

 

নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪শ ৭২ জন। মারা গেছেন ১৯ জন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ