কারাগারের রোজনামচা
একটি পাখি প্রায় একযুগ কারাগারের ভেতর স্বপ্ন দেখেছে স্বাধীনতার
একটি পাখি প্রায় একযুগ জেলের ভেতর থাকতে থাকতে জেল গ্র্যাজুয়েট
গোটা দেশটাইতো তখন একটা কারাগার
আর সেই কারাগারের ভেতর কারাগারের অন্ধ কুঠুরিতে
একটি পাখি স্বপ্ন দেখছে শুধু আলোর
মাটিতে লতিয়ে ওঠে জনতার গান
জলের তরঙ্গে ঝিলমিল ঝিলমিল রক্তের স্রোত
দাবানলে দেশ পুড়ে গেলেও শেকড়ে লুকিয়ে রাখে তারা স্বপ্নের প্রাণ
একটি পাখি কারাগারের ভেতর স্বপ্নের প্রাণভোমরা
শেকল ছিঁড়ে বেরিয়ে আসে বারবার
মিলে যায় ফুলেদের দলে
ফুলের কান্না শেখ মুজিব সহ্য করতে পারে না
ফুলের যন্ত্রণা শেখ মুজিব সহ্য করতে পারে না
দেশজুড়ে ফুটবে লক্ষ লক্ষ স্বাধীন মানবিক ফুল
কারার অন্তরালে বসে শেকড়ে তাই জল ঢেলে যায়
এই জল আগুন হলে সব বন্দিশালা পুড়ে হয় ছাই