Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি নিখোঁজ সংবাদে

একটা সময় ছিলো
যখন ভোরের বেলা কাঁচারোদে আমি হাঁটতাম
দেখতাম-প্রকৃতির আড়মোড়া দিয়ে জেগে ওঠা
শুনতাম-প্রকৃতির ঠোঁটে ফুটে ওঠা মিষ্টি ভাষা।
জীবন উল্লাসে মাতা-পৃথিবীর সব রঙ, গন্ধ
সব সুর, নীরবতা-হৃদয় ক্যানভাসে ফুটে উঠতো
নিজেকে খুঁজে পেতাম, দেখতাম অবয়ব তার
আমিত্ব দর্পণে অপরূপ প্রশান্তির প্রতিবিম্ব ভাসে।

দুপুরের পোড়া রোদে পুড়ে যায় পৃথিবীর রঙ
বাতাসের নিঃশ্বাসে উড়ে-পুড়ে যাওয়ার গন্ধ
উড়ন্ত পাখির কণ্ঠে ভেসে আসে কোরাস সংগীত
আমিত্বের নির্জনতা ভাঙে বাঁচাও বাঁচাও চিৎকারে।

আয়ু-পথে হেঁটে হেঁটে কতদূর এসেছি জানি না
নিজেকে ভেঙেছি ছিটিয়ে দিয়েছি চারিদিকে
সম্পর্কের মুঠোভর্তি হাতে- রাস্তা,ঘাটে, পথে ও প্রান্তরে
আমিত্বের ভাঙা দর্পণে আজও নিজেকে দেখা যায়
তবে নিজেকে চেনা যায় না-শত টুকরার প্রতিবিম্বে!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ