দীপ্ত শিখা
জ্বলে থাকো দীপ্ত শিখা হয়ে,
দমকা হাওয়ায় যেন যেও না কো নিভে।
তুমি যতক্ষণ নিজেকে মুক্ত রাখবে,
তুমি মুক্ত বিহঙ্গ পাখির মতো উড়তে পারবে।
বেঁধে রেখো না নিজেকে কোনো মায়াজালে,
আমাবস্যার মতো তোমায় গ্রাস করবে।
ছিঁড়ে ফেলো সেই শেকল, যে করে রাখে বন্দি
আপন সত্তা করে খুন অপমৃত্যুর সাথে করো না সন্ধি।
স্বাধীন চিত্তে পথচলা হোক শুরু তোমার,
কোনো বাধা যেন পারে না পথ রুক্ষে দিতে তোমার।
অনন্যা/এসএএস