ভিখারি
আমি রাস্তার এক ক্ষুধার্ত ভিখারি
ভিক্ষা করা যে আমার রুটিন
আজ আমার কাছে সততা
নেইকো আমার কাছে
বিন্দুমাত্র কোন দুর্বলতা।
আমি দিন আনি দিন খাই
এমনিতেই সময় চলে যায়
ভাবিনা নাকো বড় হওয়া
স্বপ্ন যে মিথ্যার ছলনা।
আশা পূরণ হবে না এজীবনে
ভিখারির এই ক্ষুদ্র মনে
এটা যে আমার শান্তি
প্রতিদিন এ জীবনে
আসুক যত ক্লান্তি।
কখনো বিক্রি করবো না জবানটাকে
ভিক্ষা করে চালাবো এই জীবনটাকে
সুখ নই বা পেলাম এ জগতে
ঈমানটাকে রাখবো সারাক্ষণ বাঁচিয়ে।