সর্বনাশা বন্যা
আমার গাঁয়ে বন্যা জলে
ভাসছে মানুষ জনে,
আশার আলোই সঙ্গী শুধু
এই বিপদের ক্ষণে।
আমার সাথেই খায়নি দুদিন
আমার প্রতিবেশী,
আমার ঘরের থেকেও জল
তাদের ঘরে বেশি।
এদিক ওদিক পানিই শুধু
পানির গড়া জালে,
কান্না করার সাধ্য নেই
এই প্লাবনের কালে।
প্রভুর প্রতি আর্জি আমার
রহম করো তুমি,
পানির তলায় ডুবছে ওগো
সবার বসত-ভূমি।