আঁধার পথের আলো
সারাক্ষণই বাবার ছায়া থাকে আমার সাথে
চুপিচুপি দেখা করে ঘুমের ঘোরে রাতে
দরজায় এসে কড়া নাড়ে- ডাকে খোকা! খোকা!
আর কতক্ষণ ঘুমাবি তুই জেগে উঠ রে বোকা!
বাবা যখন ডাকে আমায় কণ্ঠ থাকে নরম
অলসতা করতে গেলে চোখটি করে গরম
এইতো বাবা- কাছে এসে ধরলো আমার কানে
ঘুম থেকে আজ উঠব না কো- বাবা কিন্তু জানে!
বাবা আমার হাতটি ধরে যখন নিলো কোলে
বাবার উপর রাগ অভিমান অমনি গেলাম ভুলে
বাবার মত এইজগতে- আর কেহ নেই আপন
এতিম বোনটির কান্না শুনে ভাঙে আমার স্বপন।
চক্ষুদুটি বন্ধ করলে- বাবার মুখটি ভাসে
স্বর্গ হতে বাবার কণ্ঠ কানে ভেসে আসে
যেথায় আছো বাবা তুমি থেকো খুবি ভালো
তুমি ছিলে জগত মাঝে আঁধার পথের আলো।
অনন্যা/জেএজে