সতকর্তা
দেশের টাকা খরচ করে
পদ্মা সেতু তৈরি হলো
এই কারণে কিছু লোকে
বাংলাদেশের বৈরী হলো।
কারণ তারা চায় না দেশে
উন্নয়নের জোয়ার এসে
বাড়ুক দেশের মান,
এসব লোকের শরীর দেশে
আত্মা পাকিস্তান;
তাদের সবার টুটি ধরে
জোরসে মারো টান।
নইলে সোনার দেশের বুকে
আবর্জনা বেড়ে যাবে,
এরাই আবার কদিন বাদে
এ দেশটাকে কেড়ে খাবে।
অনন্যা/এসএএস