আঁধারে ঢাকা পৃথিবী
পড়ন্ত বিকেল, লোকালয়ে ভিড় ঠেলে ঠেলে ক্লান্ত
যত ভিড়ের ভেতরে যাই তত নীরবতা জেগে ওঠে
তত একাকীত্বের ঘুণ পোকারা কুরে কুরে খায়
জানালা কাঁচের ওপাশের পৃথিবী ফ্যকাসে হয়।
বৃষ্টিভেজা গোধূলি চায়ের কাপে হতাশার ধোঁয়া উড়ে
চিলেকোঠার গ্রিল গলে নামে সন্ধ্যারা -ঘরের ভেতরে
আঁধারে ঢাকা পৃথিবী-অন্ধকারে অবয়ব খোঁজে
পরিচিত কোলাহল তৃষ্ণার্ত কর্ণকুহরে ম্লান হয়।
বুকের ভেতর ঝিঁঝি পোকা জেগে ওঠে চিৎকারে
কতগুলো শিয়াল অদূরে হুক্কাহুয়া ডাকে জড়ো হয়
টেপাটাম চোখে জ্বলন্ত হিংস্রতায় চেয়ে থাকে
তবু লোমকূপে শিহরণ আর জাগে না অযথা
কেননা জীবন প্রতিকূলতার কানাগলি হেঁটে হেঁটে
ঠিকই মানিয়ে নেয়, অযাচিত সব বৈপরীত্য।
অনন্যা/জেএজে