কবর
ফুলের সমাধিতে পুড়ছে তোমার অক্ষর
আর আমি নিঃশব্দ ঘাতকের তরবারির নিচে
বুক পেতে দিয়ে খুন হয়ে যায়।
ভালবাসা চার অক্ষর, মৌমাছির মত ভনভন ভনভন
জলের তরঙ্গে, খরস্রোতা, জীবন-দহন
আগুনে পুড়ে মরা ছাড়া, জানি আমারও কোনো মুক্তি নাই।
তোমার হাঁটুর ওপর,আমার হাঁটু পাতা ঘর
তোমার বুকে কবরে, শায়িত আমার কবর।
অনন্যা/জেএজে