দুর্যোগ
আসমান কালো করে
উড়ে আসে মেঘ,
গাছে গাছে পাখিদের
মনে উদ্বেগ।
কুঁড়েঘরে মানুষের
বাড়ে হাহাকার,
বৈশাখী ঝড় থেকে
নাই নিস্তার।
বন্যার জলে ভেসে
যায় বাড়ি ঘর,
ঘরহারা মানুষের
কাঁদে অন্তর।
দুর্যোগ দুর্ভোগে
কাটে রাতদিন,
বানভাসিদের সুখ
হয়েছে বিলীন।
ভয় ভীতি জয় করে
পাশে থাকা চাই,
এ বিপদ কেটে যাবে
খুব সহসাই।