হৃদয়ে সহস্র ক্ষতের দাগ
রাত দিন সীমাহীন যাতনায় দগ্ধ হৃদয়
আজ ভরে গেছে সীমাহীন ক্ষতে
বিষাক্ত পোকা কুরে কুরে অন্তরটাকে
অবিরাম করে চলেছে শতচ্ছিন্ন।
অসহ্য অন্যায় জেনেও প্রতিবাদহীন
নিরুপায়ে ক্ষমা করো প্রভু
যাতনার উনুনে কাঠ কয়লার আগুন
পোড়ায় দিবানিশি।
সুখগুলো বাষ্পায়িত হয়ে উড়ে গেছে
বহুকাল, বহুযুগ আগে
দমকা হওয়া সবশেষে উড়ে নিয়ে গেছে
অবশিষ্ট সুখ ভস্মগুলো।