আমার দেশ
সবুজ-শ্যামল মাঠ-ফসলে
পূর্ণ আমার দেশ,
শাপলা-শালুক পদ্ম ভাসে
খালে-বিলে আষাঢ় মাসে
সাত সাগর আর তেরো নদীর
নেই তো রূপের শেষ।
বীরযোদ্ধার গল্প শোনায়
বউ কথা কও পাখি,
পূর্বদিকে ওঠে রবি
রক্তলালে আঁকে ছবি
পাখি ফিরে আপন নীড়ে
কিচিরমিচির ডাকি।
ফুল-ফলেদের মাতাল সুবাস
ভরিয়ে রাখে বন,
শিশির-কণা দূর্বা ঘাসে
রৌদ্র মেখে মিষ্টি হাসে
আউল-বাউল গানের সুরে
হারায় আমার মন।
মাটির মায়ায় লতা-পাতায়
জড়িয়ে থাকে বেশ,
বাংলা গাঁয়ের খাঁটি চাষা
যাদু মাখা মায়ের ভাষা
দুঃসাহসিক বীরেরগাথায়
গর্বে হাসে দেশ।