নিত্য-পণ্য চড়া
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
গরিব দিশেহারা,
দাম বেড়েছে সকল পণ্যের
কেমনে বাঁচবে তারা।
দিনমজুর আর নিম্নবিত্ত
রোজই মলিন মুখে,
তাদের খবর কেউ রাখে না
আছে যারা সুখে।
চাকরিজীবীর মহাবিপদ
বাড়ছে না তার বেতন,
বলতে গেলে চাকরি ছাড়ো
নেই কারো সেই চেতন।
কোন শাসনে আছি আমরা
নেয় না কোনো খবর,
সিন্ডিকেটের প্রভাবে রোজ
দামটা হাঁকে জবর।