বলছি কথা নজরুলের
একটি খোকার শপথ ছিল
বদ্ধ ঘরে থাকবে না
ঘরের ভেতর বসে থেকে
হাত গুটিয়ে রাখবে না।
সূয্যিমামা জাগার আগে
উঠবে খোকা ঘুম থেকে
ঊষা দিদির আগে খোকা
বাইরে যাবে রুম থেকে।
দেখবে খোকা ক্যাম্নে মানুষ
দশ দিগন্ত জয় করে
ঘরের কোণে থাকবে না সে
বিঘ্ন বিপদ ভয় করে।
প্রতিবাদের কাব্য লিখে
খেতাব পেলো বিদ্রোহী
ধ্বংস, প্রলয়, ঝঞ্ঝা… বলে
খোকা হলো কী দ্রোহী!
ঐ খোকা ফের গান লিখেছে
গুলবাগিচার বুলবুলের
তোমরা খোকার নাম শুনেছো
বলছি কথা, নজরুলের।