Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা ও মনুষ্যত্ব

অর্থ লাভের আশে কিংবা সনদ লাভের লাগি।
শিখছি মোরা চোখ বুজিয়া নেই তো কেহ জাগি!
বড্ড অভাব মূল্যবোধের এই সমাজে ব্যাপক,
এখন মোদের বেশ প্রয়োজন সত্য-পরিমাপক।

শিক্ষাদীক্ষা বেশ জরুরি গড়তে সমাজ-দেশ।
দূর করে সব মনের কালো ছড়ায় আলোর রেশ।
মূল্যবোধের অভাব হলেই সত্যতার হয় পতন।
মনুষ্যত্বের শিক্ষা মোদের বেশ প্রয়োজন এখন।

পূর্ণতা পায় শিক্ষা মোদের মনুষ্যত্ব লাভে,
শিখতে হবে সত্য-সুন্দর শিক্ষা পূর্ণ তবেই।

অনন্যা/জেএজে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ