Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণ্ডি

মেঘের টোপর পরে দাঁড়িয়ে আছে প্রতিটি মানুষের জীবনসংগ্রাম
বুকের ভিতর বৃষ্টি নামে, অন্ধকারে থৈ থৈ কান্না ঝরা জলে ভেসে বেড়ায় রঙিন মাছ
আসলে এক একটা ছুরি
কিভাবে যে হৃৎপিণ্ড কেটে নেয়, রক্তক্ষরণ হয়
মৃত্যু তখন বজ্র বিদ্যুৎ, গাছের মাথার ওপরে ঝলসায়

পাতায় পাতায় শূন্যতা, রোদ আর অন্ধকার নিয়ে চুপসে থাকে
হিজিবিজি আঁকতে আঁকতে কাটাকুটি জীবন ভরে ওঠে
রক্ত ভেজা মাটি দিনে দিনে বিবর্ণ হয়ে আসে
পায়ের তলা ক্ষয়ে যায়
হাড় দিয়ে তবু আমরা বেড়া বুনে বুনে চলি
ব্যক্তিগত সীমানা ঠিক রাখবো বলে এতটাই সচেতন

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ