কাল বৈশাখী
মেঘেমেঘে লুটোপুটি চমকায় বিদ্যুৎ
বাজ পড়ে থেকে থেকে মনে হয় যমদূত
শন শন শোঁশোঁ বাতাসের তোড়জোড়
ডাল ভাঙ্গে চাল ওড়ে অমানিশা গোটা ঘোর।
ক্ষেত আলে গরু বাঁধা গরু গুলো ডাকছে
মাঝ গাঙে মাঝি ভাই জোরেসোরে হাঁকছে।
প্রকৃতি নিষ্ঠুর খেলা শুধু করছে
না জানি কি আশেপাশে কতো জীব মরছে!
প্রাণ মন উথলা নদী ঢেউ তুলছে
পথিকেরা চেনা পথ সহসা যে ভুলছে।
“লাই লাহা ইল্লা আন্তা” সকলেই জপছে
সূর্যের দেখা নেই, বুঝি কবে ডুবছে!
চারদিকে চিৎকার হইচই হরদম
সব কিছু এলোমেলো, ছিলো যত অনুপম।
গাছ পড়ে চলাচল হয়ে গেছে বন্ধ
সকলেরই মন থেকে উবে গেছে ছন্দ।
মুহূর্তে জীবনের ক্ষয়ে গেছে সুখটা
ভেঙ্গে গেছে আশা বাঁধা মনপ্রাণ বুকটা!