ভাদ্র মাস
ভাদ্রের বেজায় গরমে সবার উষ্ঠাগত জীবন
তপ্ত তনুতে ক্লান্তি বড় কষ্ট সারাক্ষণ।
তালের গাছের মস্তক জুড়ে থোকায় থোকায় তাল
বেজায় রকম গরমের সাথে ধরায় শরৎকাল।
দিনের তরুণ রবির দাপট ছারখার চারপাশ
সকাল সন্ধ্যায় নদীর তীরে দোল খায় সাদা কাশ।
দূরের সবুজ প্রান্ত জুড়েই রঙিন রঙের খেলা
বর্ষালী ধানের সোনার রঙে কৃষক আত্মভোলা।
ভাদ্রের সঙ্গে শরৎ এসেই শুভ্র ধরণীর বুক
পুলক সকল হৃদয় জুড়েই ছুঁয়ে যায় মধু সুখ।