Skip to content

২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমহীন দিনে

প্রেমহীন দিনে

প্রেমহীন দিনে পাখিরা ভুলে যায় চুম্বন
পোয়াতি ফুলেদের বাড়ে বেদনা
দীর্ঘ সময় চলে যায় আরও নির্জনে
বুকে নিয়ে যায় সোনাভরা ধানের মতো
ফলসা মাঠে শিলার তুখোড় তাণ্ডব

যেখানে বিস্ময়ে ঝুলে থাকে ভাঙা চিবুকে
মস্তবড় একটা বিষের হাঁড়ি!
তিক্ত কথার খরায় প্রেম শুকিয়ে যায়
গোপন তিল ছোঁয়ার মতো নানা অজুহাতে
দুঃখ ছুঁয়ে মন বিবাগী হয়ে ওঠে।

অর্থবিত্ত, রূপে প্রলুব্ধ হয়েছে যে প্রেমিক!
সে ছিলো সুচতুর পদ্মগোখরা;
আদরের মর্ম না-বুঝে ছোবল মারলো হৃদয়ে
নির্বোধ আত্মাদের মতো ধুঁকেধুঁকে মরে
আমার পোড়খাওয়া নীলাম্বরী জীবন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ