প্রযুক্তির বিষ
প্রযুক্তির ছোঁয়ায়,
বিশ্বকাপে হায়,
এসেছে বিরাট ফোন।
চালায় তো সবাই,
আমার কেন নাই,
জিদ ধরেছে মন।
তের করছি পার,
কত বড় হবো আর,
বায়না ধরলাম শেষে।
আরো বড় হও,
রেজাল্ট ভালো করো যাও,
কিনে দিবো এসএসসি শেষে।
শুনে এ বারণ,
ক্ষিপ্ত এ মণ,
খাওয়া-দাওয়া দিলো ছাড়ি।
কোন কিছু না করি,
পড়ালেখা দিলাম ছাড়ি,
ধরলাম ভীষণ আড়ি।
অবশেষে বাবা,
ছেড়ে দিয়ে ভাবা,
ছেলের শখ মিটায়।
বিশ্ব আমার হাতের মুঠোয়,
কে আমায় আটকায়,
ভাবি আমি স্মার্ট বয়।
সবকিছু ছাড়ি,
ঘাটাঘাটি করি,
শিখে নিলাম কয়েকদিনে।
কতশত অ্যাপ,
নাই তার মাপ,
ডাউনলোড করি ডজনখানে।
এ সাইট ছাড়ি,
ও সাইটে ঘুরি,
বাদ রইল না কোনো ওয়েবসাইট আর।
ইমু, এফবি, মেসেঞ্জার
জীবন করলো ছারখার,
কাল হলো পাবজি, ফ্রীফায়ার।
রাত জেগে খেলি,
ঘুম গেলো চলি,
পড়াশোনা খোঁজ নাই।
সুন্দর জীবন ছাড়ি,
অন্ধকারে দিলাম পাড়ি,
বাবার স্বপ্ন হলো ছাই।
অপ্রাপ্ত এ বয়সে,
হিয়ার ক্ষিপ্র হরষে,
ধরল প্রযুক্তির বিষে।
বিষে কত জ্বালা,
জীবন হইল কালা,
বুজলাম অবশেষে।
অনন্যা/এসএএস