বসন্তের শেষান্তে…
সকালের শান্ত দিবাকর
বেজায় তপ্ত অশান্ত হতে শুরু করছে
সতেজ দূর্বাদলেও মুক্তবিন্দু আজ মলিন শুষ্ক
রঙিন পুষ্পকানন ছেঁয়ে গেছে ধূসরতায়।
উত্তপ্ত মরুর ছোঁয়া প্রকৃতির অন্তর জুড়ে
দরদর ঘাম ঝরে যায় তপ্ত তনু বেয়ে
সৌন্দর্য্যের স্বকীয় মাধুর্য হারিয়েছে ঋতুরাজ
দিগন্তের প্রান্তর বিষাক্ত খরায় জনশূন্য ধুধু করে।
বার্ধক্যে ঝরে পরে পুষ্পমঞ্জুরি
প্রজাপতি সখ্যতা ভুলে আসে না তার কাছে
উষ্ণ নিঃশ্বাসে কাতর, দ্বিপ্রহরে মুমূর্ষু নাভিশ্বাস
নির্জীব প্রকৃতি নেই যৌবনের সেই জৌলুস।