বিষক্রিয়া
অবেলা আজ কেন ডাকো তুমি নব সাজে
দুঃখ গুলোই বসত করে আমার হৃদয় মাঝে।
তোমার বিষক্রিয়া মনো পাঁজরে তীব্র প্রখর ব্যথা
অনুভবে দিন কেটেছে মোর বাঁধভাঙা স্বপ্ন যেথা।
ইচ্ছে তোমার নিত্য বাজাও আপন মনে বসে
অভিমানে মোর হৃদয় খানি মোম বাতির মতো ধসে।
চাঁদ হাসি তোমার মুক্তোঝরায় ভেজা রাঙা ঠোঁটে
ধান ছিটিয়ে শালিক ধরার স্বভাব তোমার মোটে।
তোমার অবহেলা মোর ঘরে ধূলোয় বেঁধেছে বাসা
আমার অগোছালো মনটা যেন হারিয়েছে ভালবাসা।