ঈদের সেকাল একাল
ত্রিশ রোজা শেষে দুয়ারে আসে কাঙ্ক্ষিত ঈদ
মনের মাঝে আগের মতো নেই যে খুশির গীত।
ঈদের দিনে পুকুর জলে হর্ষে করেছি স্নান
মাঁয়ের হাতের পায়েস খেয়ে ভরে গেছে প্রাণ।
এখন ঘরের স্নানাগারে হয় যে স্নান করা
ঈদের দিনে সেমাই জর্দায় টেবিল থাকে ভরা।
রঙিন কাগজ দিয়ে তৈরি মাথার টুপি কই?
মাংস ভাতের বদলে খাই পোলাও রোস্ট দই।
দল বেঁধে বন্ধুরা এখন যাই না কারো ঘরে
টিভির সব অনুষ্ঠান দেখি সময় ব্যয়ের তরে।
বড়োদের আর কদমবুসি করার নিয়ম নাই
কদমবুসি ছাড়া এখন ঈদের সেলামি পাই।
ঈদের দিনে দীনকে এখন দেখাই না মমতা
গত হয়েছে দীন ধনীর আগের সেই সমতা।