Skip to content

১৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

উপলব্ধি

আলোয় হেঁসে উঠা দিগন্তের ওই বুকে
ডুবে যাওয়া সূর্যের ইতি জানান দেয়,
রঙ্গ হাসির এই সাজসজ্জিত খেলা ঘর
নিঃশ্বাস শেষ হতেই সব ফুরিয়ে যাবে।

মিথ্যার হাসিতে মুখরিত করা চারপাশ
অগোচরে চোখের জল লুকিয়ে রাখা,
ব্যথায় কাতর মানুষটাও যে জানে খুব
রাত্রি আজ তার কতোটা গভীর হবে।

অন্ধকারে ছদ্মবেশে আশ্রয় নেওয়া
নিজেকে সুচতুর,দোয়েলকে বোকা ভাবা
সে আশ্রিত কাকটাও ভালো করে জানে,
সকাল হতেই তার মুখোশটা খুলে যাবে।

ক্যান্সারের সঙ্গে প্রতিনিয়ত লড়তে লড়তে
পরাজয় নিজের সম্মুখে উপলব্ধি করা,
অন্তিম যাত্রা কালে মানুষটাও বুঝে নেয়
দামী ঔষধ তার মৃত্যু ঠেকাতে পারবে না।

অট্টালিকায় নিজের সমস্ত উপার্জন লুটিয়ে
স্বাদের দালানে আসতেই অক্ষম হয়ে পরা,
মানুষটারও এক সময় চেতনা বোধে আসে
আজ লাশ হলে,কাল তার বাঁশের প্রয়োজন।

দেবিকা দে

Debika Dey Srishty Junior Sub-Editor, Fortnightly Anannya

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ