নারী তুমি
নারী তুমি জননী জায়া তুমি শির তাজ
নারী তুমি প্রতিদিনই করো শত কাজ।
নারী তুমি অর্ধাঙ্গিনী তুমি অপরাজিতা
নারী তুমি শত ব্যথায় বদনে সুস্মিতা।
নারী তুমি বৃক্ষের মতো মমতায় ভরা মন
নারী তুমি সতেজ করো কষ্ট ভরা জীবন।
নারী তুমি দয়ার সাগর অনাদি কাল ধরে
নারী তুমি প্রেরণার উৎস এই ধরার পরে।
নারী তুমি মাতৃরূপে জগৎ আলোয় ভরো
নারীর মান দিয়ে সবাই সুখে জীবন গড়ো।