Skip to content

১৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

উপলব্ধি

সাগর ধায় নিরবধি,
বয়ে নিয়ে চলে একই নকশার পুনরাবৃত্তি।
কখনও শান্ত, কখনও বা যন্ত্রণাকাতর-
ছুড়ে ফেলে ক্রুদ্ধ উত্তাল তরঙ্গ সৈকতে
যেন মন ভাঙ্গা মানুষের উপলব্ধি।

রঙিন আশা প্রত্যাখ্যানের ধূলিসাৎ মুহূর্ত যেমন,
হৃদয়-দেয়ালে হানে নিঃশব্দ নিঠুর মোচড়।
কবরের শব্দহীন চিৎকার যেমন প্রতিধ্বনিত-
অনুবিদ্ধ হওয়া এক বিষাক্ত সত্যের দুরাশায়!
সে আশা মহাকাশে ধোঁয়াশা নীরবতার শব্দে,
একটি অনুরণন যেন শূন্যতার-রাতদিন বহমান,
হাজার আনন্দের ছন্দে যেন ছন্দ-পতন।

চলে এক বিকল্প জীবনপ্রবাহ,
নিরাভরণ অস্তিত্ব আবহ ভালোবাসার চাদরে মুড়ে,
অপেক্ষার প্রণতি সেখানে নিষ্প্রভ!
এক আলোকবিহীন বিড়ম্বনায়,সময়ের ঢেউ বয়ে যায়,
মহাসাগরের মতো অনুসৃত নকশায়।

দেবিকা দে

Debika Dey Srishty Junior Sub-Editor, Fortnightly Anannya

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ