Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুইটি কবিতা

আমার বাংলা ভাষা
বাংলা আমার মাতৃভাষা
প্রথম শেখা বুলি,
শত আবেগ প্রকাশ করি
মনের ব্যথা ভুলি।

মাতৃভাষায় কথা বলেই
মনে শান্তি পাই,
এ পৃথিবীর অন্য ভাষায়
এমন সুখ নাই।

বাঙালিরাই বীরের জাতি
ভাষার জন্য লড়ে,
বিলিয়ে দিয়ে তাজা রক্ত
আপন ভিত গড়ে।

গর্বে মোদের বুক ভরে
আপন পরিচয়ে,
নিজ ভাষায় ভাব প্রকাশ
করবো নির্ভয়ে।

ফেব্রুয়ারির শোক
শোকের কালো রঙ লেগেছে
সবার মন জুড়ে,
ভাই হারানোর শোক যেন
খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।

পাথর হৃদয় শোকে ভরা
ভুলে যাবার নয়,
তাদের আত্মদানে আসে
ভাষার মহা বিজয়।

ব্যথার সাগর বুকে নিয়ে
ফেব্রুয়ারি যে আসে,
শহীদের কথা মনে হতে
হৃদয় শোকে ভাসে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ