শীতকথা
শীতের রাতে শিশির জমে
দুর্বা সবুজ ঘাসে
সেই শিশিরে রবির কিরণ
ঝলমলিয়ে হাসে।
শীতের ভোরে শ্বেত কুয়াশার
চাদরে মুখ রেখে
সবুজ পাতার গাছরা ঘুমায়
নদীর ঘুমটা দেখে।
শীতের সকাল বড়ই নাকাল
সবাই যখন ঘুমে
সূর্যি তখন অলস বেলায়
মাটির শরীর চুমে।
শীতের শেষে মলিন বেশে
গাছের পাতা ঝরে
হীম কুয়াশার আদর তখন
পালায় নিজের ঘরে।