পুষ্পের ভাষা
পুষ্পের ভাষা বোঝে ক’জন
পুষ্প কি বলতে চায়?
সবাই তার সুবাস নিতেই
ছিঁড়তে ব্যাকুল হয়।
নীল প্রজাপতি চুপি চুপি
এসে ভাবের কথা কয়।
পুষ্পের ভাষা বুঝতে হলে বুঝি সমীরণ হতে হয়?
হাওয়ায় হাওয়ায় দুলে দেখো কত যে কথা কয়।
সেই আলাপন শুনতে
বনের পাখি কান পেতে রয়।
ভ্রমর এসে গুনগুনিয়ে পুষ্পের কানে
প্রণয়ের কথা কয়।
পুষ্পের ভাষা আসলে
কেউ কি বুঝতে চায়?
অভিমানে তাইতো সে
নিজেই ঝরে যায়।
পুষ্পের খোঁজে আসে না তো দরদী দুটি চোখ,
প্রতীক্ষায় পুষ্পের হৃদে জাগে গভীর শোক।