Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়িয়ে দাও হাত

শখের পায়েস পিঠার আয়েশ
বিত্তবানদের ঘরে
নিরন্ন মানুষ করে উসখুস
ক্ষুধাকাতর অন্তরে।

হাড়কাঁপা শীত বাতাসের গীত
অসহায় নিরুপায়
শীতের কামড়ে কষ্টের ভাগারে
থিরথির কাতরায়।

হিম হিম শীত চোখে নাই নিদ
ছটফটে রাত যায়
ফাঁটা ঠোঁট মুখ ব্যাথাভরা বুক
কুয়াশায় ভিজে রয়।।

তাই ও মানুষ থেকোনা বেহুঁশ
মানবিক চোখে চাও
উদার হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে
দুহাত বাড়িয়ে দাও।

কৃপণতা ছেড়ে দাও না আদরে
শীতবস্ত্র উপহার
মলিন হাসিতে নির্মল খুশিতে
ভরবে সুখ তোমার।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ