নীরবতার চাদর
নীরবতার সমুদ্রে নিমজ্জিত হতে চাই
তুমি কুহকিনী মায়াবী সুরে ডেকোনা
ছলনার খেলায় কতদিন মন নিয়ে খেলবে
আঘাত পেয়ে ক্লান্ত,, তোমার কি ক্লান্তি নেই
নীরবতার অথৈ সমুদ্রে হারাতে চাই
কামুকী নারীর মত আমাকে ছুঁতে এসোনা
তোমার উর্বর নরম বুকে নীল বিষের চাষ
আমি সেখানে মাথা রাখতে চাই না,না ।
তুমি আর পথ আটকিও না যেতে দাও
দেশান্তরি হব,পথের ধুলোয় হেঁটে হেঁটে
তোমার দেওয়া কষ্ট বুকে করে ঘুরে বেড়াব
আমাকে নিয়ে মিথ্যা প্রেমের গান লিখোনা
শতজনমের গচ্ছিত সাধের ভালোবাসা
তোমার নিখুঁত ছলনার কাছে হেরে গেছে।
আর মিথ্যে মায়ায় তুমি ডেকোনা
আমি নীরবতার চাদরে হারাতে চাই ।