পিপাসার প্রতিচ্ছবি-
তোমার ডানপাশ ঘেঁষে আমার ক্ষণিক অবস্থান!
দুঃসাহসী বাম হাতের সব আঙ্গুলগুলো; তোমাকে-
আলতো স্পর্শের নিবিড়তায় আগলে রেখেছিল!
যেন তুমি আপেক্ষিক কষ্টের বদলে পূর্ণ তৃপ্ত হও!
তোমার শিহরিত হৃদয়ের ঐ সারাটা অস্তিত্ব জুড়ে-
কোন অসাধারণ চিত্তের ঢের আনাগোনা; কে জানে?
অকৃত্রিম আবেগমাখা নিস্তব্ধতায় ঢাকা; যে সন্ধ্যায়-
নিষ্পলক দৃষ্টিতে এঁকে যায় পিপাসার প্রতিচ্ছবি;
তা নির্বাকভাবে দেখে যাই; ভেবে যাই একান্ত বিস্ময়ে!
বলেছিলে; আসছে হেমন্তে বেড়াতে যাবে একসাথে !
তারপর; কত হেমন্ত শেষে;শীতের আগমন ঘটে গেলো!
কিন্তু সেই আকাঙ্ক্ষিত দিনটি; আজও ফিরে আসেনি!
কখনো মন উত্তাল ঢেউয়ের বিপরীতে এগিয়ে চলে;
অগণিত পুষ্পে সজ্জিত জীবনের রঙিন স্বপ্ন দেখে!
সীমাহীন সাগরের কূল খুঁজে নিতে চায় অনায়াসে!
যদিও কেটে যায় সময়; অপেক্ষা আর নিঃসঙ্গতায়!
শীর্ষ প্রত্যাশাগুলোর ফাঁকে; সে আচমকা বলে যায়-
কোনো এক বসন্তের পুলকিত আহ্বানে সাড়া দেবে!
সবার অজান্তে নিজস্ব গল্প ভর্তি ডাইরিতে; কত যে-
নতুন হেমন্ত আর বসন্ত এসে চলে গেছে বহুবার!
প্রাত্যহিক জীবনে নিতান্ত স্বাভাবিক; ভুলে যাওয়া!
অসমাপ্ত ব্যস্ততার গোপনীয়তায়; নিমজ্জিত তুমি!
তবে সময়ের হাতছানিতে; অনেক কিছুই বদলে যায়!
কিন্তু; পুরনো হেমন্তরা জেগে থাকে;সেই অপেক্ষায়!