Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনের ঘণ্টা

জীবনের অলিগলি ঘুরে শুধু দেখা,
অনিশ্চিত গতিবিধি অশরীরির ন্যায় ছায়া।
কাঁটা বিছানো যেন সমস্ত পথ,
বিভীষিকাময় গল্পের একেকটা ইতিহাস
পরতে পরতে লেখা গন্তব্যহীন যাত্রার শপথ।
আশার প্রদীপ জ্বালিয়ে রেখে
ছুটে চলা অজানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পথিক,
নির্ভীক চিত্তের দৃষ্টিতে তার নেই যেন কোনো সংশয় জীবনে।

হাওয়ায় মাঝে ভাসছে যেন সকল চাওয়া পাওয়া,
দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যায়
গোছানো জীবনের অলিখিত ও লিখিত ভাগ্যের রেখা।
সময়ের কালস্রোতে লিখতে যায় দিন বদলের কথা,
মহাকাল পাল্টে দিয়েছে তার সকল সম্ভাবনা।
ছুটে চলা জীবনের শেষ জানা নেই কারো,
ছুটির ঘণ্টা বেজে উঠবে হঠাৎ করেই হয়তো।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ