ইমরান খান রাজ -এর একগুচ্ছ কবিতা।
রৌদ্রছায়া
এই রৌদ্রছায়ার খেলাতে
গ্রাম্য রঙিন মেলাতে,
চাইনা তোকে হারাতে,
চাইনা তোকে হারাতে।
এই কোমল বৃষ্টি ছোঁয়াতে
উষ্ণ চায়ের ধোঁয়াতে,
চাইনা তোকে হারাতে,
চাইনা তোকে হারাতে।
এই বকুল ফুলের বাগানে
মাটির ঘরের উঠানে,
চাইনা তোকে হারাতে,
চাইনা তোকে হারাতে।
তোর মনভোলানো মায়াতে
তোর মিষ্টি ভালোবাসাতে,
চাইনা তোকে হারাতে,
চাইনা তোকে হারাতে।
কবিতারা হাসে
কবিতারা হাসে আমার আকাশে
উড়ে বেড়ায় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত
সঙ্গী না পেয়ে উচ্ছ্বাসে হয় উচ্ছ্বসিত,
অপূর্নতাকে পরিপূর্ণ করতে সে বদ্ধপরিকর।
কবিতারা হাসে, কাঁদে, অভিমান করে
কারও মন খারাপের কারণ হয়ে
দিগ্বিদিক ছুটে চলে আপন মহিমায়,
আর নিয়ম করে লিখে যায় নতুন পথের ঠিকানা।
পৌষ-মাঘ-ফাগুন
নীল আকাশটা আজ লাল শিমুলের সাথে
মিলেমিশে একাকার হয়ে গেছে।
শালিকেরা উড়ে উড়ে আসছে, গাছের ডালে বসে-
মনের আনন্দে ফুল থেকে কি-যেনো আহরণ করছে।
বেচারি ফুল ! তার কি আর সাধ্যি আছে কাউকে থামাতে ?
তাইতো যে-ই আসে, সে-ই আহরণ করে নেয়।
শিমুল ফুলের পাপড়িগুলো যথাসময়ে ঝরে পড়ে,
ফুল থেকে জন্ম নেয় নতুন ফল।
এভাবেই চলে যায় পৌষ-মাঘ-ফাগুন।
সিদ্ধান্ত
সাদা-কালো ক্যানভাসের আড়ালে
আমার হৃদয় সর্বত্র খুঁজে
তোমার সেই মেহেদী রঙিন হাতকে।
কত আঘাত, কষ্ট আর যাতনা সহ্য করে
অন্তীম মুহূর্তের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছি-
সেটা আমি ছাড়া কেউ জানে না।
এত মানুষের ভীড়ে কিভাবে পাবে,
কিভাবে বেছে নিবে তোমার চূড়ান্ত সিদ্ধান্ত?
আমাদের ভুলে-ভরা জীবনে
একটি মাত্র সঠিক সিদ্ধান্তই পারে
মায়ার পৃথিবীতে সুখ খুঁজে পেতে।