তোমারই গান
বাহিরে ঢেউ ভিতরে নীরব অশ্রজল
স্মৃতিময় অতীত স্বপ্ন থাক পড়ে থাক
বুকের পাথর গুণে যাচ্ছি অবিরত ,
বলব না তবুও দিনে দিনে
কতটা গভীর হয়েছে ভেতরের ক্ষত।
অধীর অপেক্ষা শেষে উদাস বারান্দায়
কত দিনরাত গিয়েছে বয়ে
সে খবর বল কে রাখে ?
শরতের মেঘে মেঘে বেলা বয়ে যায়
ভেতরে তোমারই গান
আর একরাশ ব্যর্থ অভিমান ।