Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তখন মনে প্রশ্ন রেখো

এ পৃথিবীর রঙ্গ মেলায়; সবাই বাঁধা বিনে সুতায়
অপরূপ মুগ্ধতায়; আর ডেকো না চোখের ভাষায়
সব বাঁধনকে ছিন্ন করে; হয়তো যাবে অনেক দূরে
কালক্রমে একে-একে; হারিয়ে যাবে অজানাতে
নশ্বর এই পৃথিবীর বুকে; সকল কিছু ফুরিয়ে যাবে
বোঝেনা এই মনটা শুধু; মনের চাওয়া পড়েই রবে!
হৃদয় ভরা উৎফুল্লতায়; অসীম প্রেম-ভালবাসায়
অচেনা কোন গভীরতায়;মনটা কেন ছুঁয়ে যেতে চায়!
জীবনের বাকিটা সময়; কাছে পেতে চায় যে জন
মায়াভরা আহ্বানে; বাঁধা পড়ে যায় সে প্রতি ক্ষণ !

কত শত গল্পগাথা; আবেগ মাখা স্মৃতির পাতায় !
অনুভূতির সুপ্ত ডালি; জেগে থাকা সে প্রতীক্ষায়!
শুভ্র সেই মেঘের ভেলা; মনের চোখে ভেসে যায়
অনুভূতির প্রকাশ যেন; ফের তোমাকে খুঁজে পায়।
সব বেলাতে কষ্ট এমন; সত্যি যেদিন হারিয়ে যাবে
তখন মনে প্রশ্ন রেখো; সত্যি কি সেই সুখটা পাবে?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ