হেমন্তে প্রাপ্তির আয়োজন
শরৎ রেখে গেছে তার প্রণয় অভিসার
হেমন্তের আহব্বানে রুদ্ধ করিনি দুয়ার।
শিউলি সুবাসে শিশিরে নিশীথে হীম পরশে
মুক্তার দানা কে ছড়িয়ে গেছে ঘাসে ঘাসে।
ঝরা পাতার বিষাদে বাতাসে ভাসে তার গান
ভাসে মাঠে প্রান্তরে সোনালি ফসলের ঘ্রাণ।
পোয়াতি ধানের কিন্নরী গায় নবান্নের গীত
হীম কুয়াশায় এসেছে প্রত্যাশার কার্তিক।
সন্ন্যাসী কুয়াশার মেঘ মাঠে এসেছে নেমে
কামরাঙা রোদ ওঠতে আজ গেছে থেমে।
শিশিরে ভিজে গেছে সব পথের উড়া ধুলো
রাঙা বউ ভাবে বসে এই বুঝি অঘ্রাণ এলো।
ভেজা ডানায় প্রজাপতি উড়ে বসে লাউ ফুলে
ভোরের হাওয়ায় কাঁচা-পাকা ধান মাঠে দুলে।
হলুদ সরিষা ফুলে মৌমাছির নিবিড় গুঞ্জরণ
শরতের সৃষ্টিতে হেমন্তে প্রাপ্তির আয়োজন।