এই শরতে
শুভ্র শরৎ বৃষ্টিভেজা
রাতদিন বর্ষা,
দূর আকাশে মেঘের খেলা
হয়নি যে ফর্সা।
উদাসী ঐ আকাশটা তাই
ঝরালো চোখে জল,
ভাসালো যে দিলো খাল-বিল
বন্যায় টলমল।
মেঘের কান্না থামে না যে
বড্ড অভিমানী,
বর্ষা শেষে শরৎকালে
ঝরে চোখের পানি।
কাশফুলের কষ্ট বড়
ভিজেছে সারা গা,
দীর্ঘশ্বাসে বুঝে দিলো
সে বৃষ্টি চায় না।