যেতে হবে সবে
আসছি ভবে যেতে হবে
যাচ্ছি যেনো ভুলে,
বুড়ো লোক ও কলপ লাগায়
দেখি পাঁকা চুলে!
কত করি গাড়ি বাড়ি
মিছেমায়ার ভবে,
মরণেরই কথা আমরা
ভুলেই যাচ্ছি সবে।
পাপের চশমা চোখে দিয়ে
ঘুরছি দিবারাতি,
রাত-বিরাতে সঙ্গে নিয়ে
কত মেয়ে সাথী!
রঙ তামাশায় জীবন মোদের
যাচ্ছে আহা!বয়ে,
ভাবিনিতো ওপার দেশে
যাবো কী যে লয়ে?
হেলায় খেলায় সোনার জীবন
করছি সবে ফানা,
আজ্রাইল যে আসছে নিতে
আছে কী তা জানা?