Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ চেনা

মানুষ আমি খুঁজতে গিয়ে
ঠক পেয়েছি বেশি,
আর পেয়েছি মুখোশপরা
নকল ছদ্মবেশী।

মানুষ আমি খুঁজতে গিয়ে
দেখি স্বার্থবাদী,
নিজের কাজটা হাসিল করে
আমি দুখে কাঁদি।

মানুষ আমি চিনতে গিয়ে
বন্ধু পেলাম ক‌ই?
পাতা ফাঁদটা উপড়ে দিলাম
তাইতো বন্ধু ন‌ই।

মানুষ আমি চিনতে গিয়ে
নোংরা মনের গাদা,
পরের ভালো মেনে নিতে
করে না মন সাদা।

মানুষ আমি খুঁজতে গিয়ে
পেলাম বদের হাড়ি,
সামনে পেলে ভুলায় ছলে
পিছে মন্দ ভারি।

মানুষ আমি খুঁজতে গিয়ে
হীরা মানিক পাই,
যার সাথে নাই লেনাদেনা
অনেক দূরের ভাই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ