Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চার কবিতা

সাদা মেঘের ভেলা

সাদা মেঘের ভেলায় চড়ে
আসলো ভবে শরৎ,
শুভ্রতারই পরশ লাগে
আকাশে সাদা পরৎ।

নদীরতীরে কাশের বনে 
হাওয়ায় দোলা দেয়,
শরতের মতো এমন শোভা
প্রকৃতিতে আর নাই।

বিকেল বেলায় সাদা মেঘ
আকাশে বেড়ায় ভেসে,
মাঝে মাঝে মধুর বৃষ্টি
পৃথিবীতে ঝরে হেসে।

অকাল পরিণয়

মাসুমের সবে ষোল
কলির শুধু বারো,
বেড়েছে শরীরে শুধু 
হয়নি যে আঠারো।
স্কুলেতে দেখাদেখি
তারপর যে প্রেম,
দিন দিন গাঢ় হয়
মনের লেনদেন।

বন্ধুর ছেলেমেয়ে
আপত্তি যে নাই,
এতো ভালো ছেলেমেয়ে
আর কোথায় পাই?
আইনকে ফাঁকি দিয়ে
ভাবে বুদ্ধিমান,
অকালে নষ্ট করে 
সতেজ দুটি প্রাণ।

কষ্টের উপাখ্যান

কপোল জুড়ে অবিরত সিন্ধুর লোনাজল
আস্তাকুড়ের জঞ্জালে ন্যাকড়া জড়ানো ভ্রুণ
নিষ্পাপ বেজায় অথচ নিষ্পেষিত 
বেওয়ারিশ কুকুরের ব্যস্ততা টানাটানিতে।

পথশিশুর আর্তনাদ মিলিয়ে যায় উতপ্ত বাতাসে
উত্তরের হিম হিরহির কাঁপন জাগায় বেওয়ারিশ প্রাণে
পূঞ্জীভূত কষ্টের কালো মেঘগুলো অন্তর দগ্ধ করে
নিদারুণ হতাশার ঘর্ষণে ক্ষয়ে যায় স্বপ্নের ভান্ডার।

রক্তিম রুধির গ্রাস করে কষ্টের সুগভীর ক্ষতগুলো 
শরশয্যায় ধুকে ধুকে কাতরায় সীমাহীন দরিদ্রতা
ছাপিয়ে যায় অঙ্কুরিত সুখ অশ্বথসম ব্যথার কাছে
নগ্ন ছিন্নতায় আবরণে আবদ্ধ কষ্টের উপাখ্যান। 

পণপ্রথা

পণ নামের বিষবৃক্ষে
মারো কুঠার ঘা,
পণের টাকা নেয় যারা
অমানুষের ছা।

পণেতে সংসার ভাঙে
দূঃখ চিরকাল,
পণ নেয় যে ভিক্ষুকেরা
বেজায় মাতাল।

পণ নেয়া যে মহাপাপ
মানেন ক’জনা?
পণ নেন ছদ্মবেশী  
ভদ্র সোনামনা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ