আপন মনে ডাকি
কতো ঝড় সেই বৃষ্টি আসে
আমার দিকে ধেয়ে
সবই তখন ভিজে গেলো
সারা শরীর বেয়ে।
কেউ দেখে না কষ্ট আমার
চোখে আসে যে জল
নদীর বুকের পানির মতো
শুধু করে ছল্ ছল্।
আপন ছিল কতো মানুষ
মনের ছোট্ট ঘরে
সবই কিছু কেঁড়ে নিয়ে
দূরে গেলো সরে।
বলতে তো আর পারি না আজ
কাউকে কষ্টের কথা
বললে ও কেউ রাখবে না আজ
কোনো মান-বতা।
তাই তো আমি মনের কষ্ট
সবই চেপে রাখি.
মনের কষ্ট মনে রেখে
আপন মনে ডাকি।