Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

২টি কবিতা

 

বাদলের রূপ 

ঝমঝম বৃষ্টি 
রিমঝিম শব্দ,
গুড়গুড় ডেকে যায়
কালো কালো অব্দ

শনশন বায়ু বহে
হালকা লাগে শীত,
টুংটাং শোনা যায়
বাদলে ঝরা গীত।

ঘ্যাঙ ঘ্যাঙ করে ব্যাঙ
বৃষ্টির স্বভাবে,
প্যাক প্যাক ডাকে হাঁস
খাদ্যের অভাবে।

ভেজে সারা গাছপালা
আরো ভেজে মাতৃ,
আঁধারে পথ দেখায়
জোনাকি রাত্রি।

মৌ মৌ করে মন
কদমের গন্ধে,
কলকল বহে নদী
মনোরম ছন্দে।

অবলম্বন

বিদায়ী নিঃশ্বাসের কাছে নিজেকে বন্ধক রেখে খুঁজে চলেছি শিকড়ের গভীরতা
জীবনের অবেলায় পাঁজর ভেঙে উতলা মন চায় একটু অবলম্বন,একটু নির্ভরতা।
মিলনের আলিঙ্গনে নয় আঁধারের চিতায় পুড়তে।
আমার পোড়াভালে উর্ণনাভ চাঁদ নেই,আছে বেদনার মৌচাক
যার বিষাক্ত হুলে বিন্দু বিন্দু ক্ষত হই জলন্ত সিগারেটের মতো।
দুঃস্বপ্নের বিশ্বাসঘাতকতায় যে প্রেম পিষ্ঠ হয়েছে, সেখানে আবার অঙ্করোদগম?
কার স্পর্শে জীবনের ধূসর ধুলি মুছে মেলে ধরবে ফুলের পাঁপড়ি?
রংবদলের খেলায় আমি পরাজিত সৈনিক
তাই পড়ন্ত বেলায় আর ঠাঁই নিতে চাই  না চূড়ান্ত আখরে তোমার বুকের কার্নিশে।
সেখানে কী আর রচিত হবে প্রেমের মহাকাব্য?
তাই আঁধারের মাঝে নিজেকেই খুঁজে পাই শেষ আশ্রয় স্থলের।
নিজের মাঝেই খুঁজি বেঁচে থাকার অবলম্বন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ