অব্যক্ত অনুরণন
শান্ত সরোবরে এতকাল পরে
ঢিল ছুঁড়েছিল কেউ
রঙধনু মেঘে উঠেছিল জেগে
আবেগ নদীর ঢেউ।
বাঁশবন ফাঁকে, ঝিঁঝিদের ডাকে
জোছনার লুকোচুরি
এ আলো ছায়ায় কী আবেশে হায়
সেজেছিল স্বপ্নপুরী।
তারা ঝিকমিক ঘড়ি টিকটিক
সময় চলেছে বয়ে
কামনা হাওয়া কাছে না পাওয়া
রইবো কতটা সয়ে।
দিগন্তের উষা সমুদ্রের তৃষা
বুলন্দ সুরের গান
সাঁঝেরই বেলা করিনিতো হেলা
শুধু চাই আহবান।