শরতের শোভা
ঐ দেখো এলো আজ শারদীয় রানি
মনোলোভা রূপ তার দেয় হাতছানি।
কাশবনে দুলে ফুল তুলতুলে সাদা
মন চায় ছুটে যাই ভুলে সব বাঁধা।
সকালের সোনারোদে শিশিরের কণা
ঝিকিমিকি হাসি তার করে আনমনা।
মন ছুটে ধানক্ষেতে ডাহুকের ডাকে
বাঁশবনে সাদাবক উড়ে ঝাঁকে-ঝাঁকে।
নিশিরাতে মন মাতে শিউলির ঘ্রাণে
জোনাকির মিটিমিটি দোলা দেয় প্রাণে।
সবুজের বাগিচায় শেফালির হাসি
সুর তুলে মন কাঁড়ে রাখালের বাঁশি।
টুপটাপ ঝমাঝম বিষ্টির সুরে…
কাশফুলে ঘাসফুলে হাওয়া ফুরফুরে।
টসটসে পাকা তাল ঝরে ধুপ-ধুপ…
পানবাগে ফুল ফোটে কীযে অপরূপ!
ঝাঁকবাঁধা শালিকের হলুদিয়া ঠোঁটে
শরতের আগমনে নবহাসি ফোটে।
টলটলে ভরাগাঙে পাল তুলে নায়
হালধরে মাঝিভাই ভাটিয়ালি গায়।
মাঠভরা ধান দেখে খুশি হয় চাষি
কিষানির বুকভরা সুখ রাশিরাশি।
খাতা খুলে খুকু আঁকে শরতের ছবি
শরতের শোভা দেখে মন হয় কবি।