এনা আজও এলো না
আমার বড্ড তৃষ্ণা পেয়েছিল তাকে দেখার,
গতকাল মুষলধারে বৃষ্টি পড়ছিল!
বৃষ্টি ভিজে অবয়বে কম্পন অনুভব করেছি
তবু গিয়েছি তাকে দেখার তৃষ্ণায় ওই ২২ ইন্দিরা রোড,
এলোনা! এলোনা সে!
জল তেষ্টায় জলপানে সিক্ত হয় অবয়ব মন
দেখার তৃষ্ণা কিভাবে মিটে ,বুঝতে পারছি না!
আচ্ছা, প্রিয় মানুষকে দেখার তৃষ্ণা,
এত শক্তিশালী হয় কেন?
মুষলধারে বৃষ্টি পড়ছে
কেউ টিনের চালে বৃষ্টির আওয়াজ উপভোগ করছে,
কেউ ছাদ বারান্দায় বৃষ্টি ভিজে টিকটক করছে
আমার বেহায়া মন দেখার আকাঙ্খায় ব্যস্ত!
হঠাৎ মেসেঞ্জারে মেসেজের শব্দ
আমি অনেক ব্যস্ত আছি,
ততক্ষণে আমার বেহায়ামন বুঝতে পেরেছে,
তাকে দেখার তৃষ্ণা এযাবৎ কালে আর বুঝি মিটল না!
এবার টেলিফোন,
হ্যালো, আমার অনেক কাজ পরে গেছে
আগামীকাল ও অনেক ব্যস্ত থাকব,
সরি আসতে পারছি না!
আচ্ছা,প্রিয় মানুষ দেখা করতে না এলে কাঁদতে হয়?
বুঝতে পারছি না আমার কি করা উচিৎ,
আমি কি কাঁদব?
কিন্তু আমার চোখের জল বেরুচ্ছে না কেন!
চারপাশে বহুলোকের সমাগম,তবে কি লজ্জায়?
অবশেষে ফিরেই এলাম আমার গ্রামীন শহরে!
আচ্ছা, সেকি আর আসবে?
আমি কি আবারও অনুরোধ করবো আসতে?