দুরন্তপনা
অস্থিরতা স্কুলে গিয়ে
ফিরব কখন বাড়ি;
স্কুলের শিক্ষক কেন ছুটি
দেয় না তাড়াতাড়ি!
ডাংগুলি আর পুতুল খেলায়
উচ্ছ্বাস ছিল কত;
কলাপাতার ছাউনি দিয়ে
ঘর বেঁধেছি শত!
নদীর জলে সাঁতার কেটে
রোজই হতো নাওয়া;
ওপারেতে ভেলায় চড়ে
কত আসা যাওয়া!
নৌকায় নিয়ে বিলেরধারে
শাপলা শালুক আনি;
কিচিরমিচির পাখির মেলায়
করি কানাকানি!
সন্ধ্যা হলে উঠোনজুড়ে
জমতো আসর বেশ,
চোর পুলিশ আর ভূতের গল্পে
সময় হতো শেষ।