Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বৃদ্ধ বয়স

বৃদ্ধ বয়সটা হচ্ছে যন্ত্রণার এক খারখানা
প্রতিদিন জীবন দয়জায় এসে দেয় হানা
আমি কিছুতেই করতে পারি না যে মানা
এই পথ থেকে কেমন করে মুক্তি পাবো?
কাহারো আছে কি জানা।

কঠিন অসুখ বেঁধেছে পঙ্গু শরীরে দানা
হে সৃষ্টিকর্তা মেহেরবানি করে দিও ফানা
ভারী বোঝা সইতে পারছে না দেহখানা
এই কঠোর দুনিয়ায় আমার শেষ সময়ে
কেউ নেই তুমি বিনা।

কাঙালের মত দুয়ারে দুয়ারে খুঁজি খানা
চোর বলে টেনে হেঁচড়ে নিয়ে যায় থানা
চোখে ছানি পড়ে হয়ে গেছি আজ কানা
দুঃসহ সময়ে আপনজন কেউ নেই কাছে
ঠোকর দিতে মুরগির ছানা।

সারাটা জীবন পরিশ্রম করেছি এক টানা
এই কথা পাড়াপড়শির, সবার ছিল জানা
অর্থ ব্যয় করছি দুষ্টুর পিছনে যোলআনা
স্বার্থপরের মতো রাস্তায় ফেলে চলে গেছে
পাখির মতো মেলে ডানা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ